Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের সার্বিয়া যাত্রা


৩১ অক্টোবর ২০১৯ ১৫:১৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউজফুল ফোর’ বক্স অফিসে বাজিমাত করেছে। সেজন্য বেশ খোশমেজাজেই আছেন তিনি। এবার এই প্রযোজক শুরু করতে যাচ্ছেন নতুন প্রজেক্ট। তিনি তার প্রযোজিত ‘বাগি থ্রি’ ইউনিট নিয়ে উড়াল দিয়েছেন সার্বিয়ায়। সেখানে ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘বাগি থ্রি’ হতে যাচ্ছে প্রথম কোনো ভারতীয় সিনেমা, যেটির শুটিং হতে যাচ্ছে সার্বিয়ায়। চিত্রনাট্যের প্রয়োজনে ছবির শুটিং সার্বিয়ায় করা হচ্ছে। এরকম দৃশ্যে অভিনয় টাইগার শ্রফ আগে কখনো করেননি।

সাজিদ নাদিয়াদওয়ালা জানান, এর আগে আমরা সার্বিয়ায় শুটিং করিনি। কিন্তু সেখান থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বলিউডের ছবির সার্বিয়ায় শুটিং হচ্ছে; এটি সার্বিয়া সরকারের জন্য বড় একটা বিষয়। সেখানকার সরকার টাইগারসহ আমাদের পুরো টিমের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রতিটি দেশে টাইগারের প্রচুর ভক্ত রয়েছে। বিশেষ করে ‘ওয়ার’ ছবির মাধ্যমে তার ভক্ত সংখ্যা অনেক বেড়ে গেছে।

টাইগার শ্রফ বাগি থ্রি সাজিদ নাদিয়াদওয়ালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর