Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাণ কাড়ল ‘পরাণ’র পোস্টার


১ নভেম্বর ২০১৯ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ের শুরু থেকে আলোচনায় রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। এবার সেই আলোচনার পালে হাওয়া দিলো ছবিটির প্রথম পোস্টার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় ছবির পোস্টার। প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসতে থাকে পোস্টারটি। সেই সাথে ছবির পরিচালক রায়হান রাফিও বাহবা পাচ্ছেন সমানতালে।

ছবির তিন চরিত্র শরীফুল রাজ, ইয়াশ রোহান ও বিদ্যা সিনহা মীম—তিন জনকেই পোস্টারে রাখা হয়েছে। তিন জনের মুখের অভিব্যক্তি দেখে মনে হবে বিষন্ন আর কি যেন এক যন্ত্রণার ভেতর আছেন তারা! তবে সেই যন্ত্রণার বিস্তারিত পোস্টারে বোঝা না গেলেও সিনেমায় তা জানা যাবে।

বিজ্ঞাপন

ছবির কাহিনী পরিচালক প্রকাশ করেননি। তবে জানা গেছে, এটি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মিন্নি, রিফাত ও নয়ন বন্ডের কাহিনী নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে টানা ৩১ দিন ছবির শুটিং করা হয় । আগামী বছর অর্থ্যাৎ ২০২০ সালের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে।

পারাণ রায়হান রাফী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর