আবারও দক্ষিণী সিনেমার রিমেকে শহীদ কাপুর, চলছে সমালোচনা
১ নভেম্বর ২০১৯ ১৫:২৪
দক্ষিণী সিনেমা ‘কবির সিং’য়ের হিন্দি সংস্করণে অভিনয় করে বলিউড বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন শহীদ কাপুর। তার ক্যারিয়ার যখন নীচের দিকে চলে যাচ্ছিল, ঠিক তখন ‘কবির সিং’ তাকে আবার টেনে উপরে নিয়ে এসেছে। এই ছবির সফলতার পর পরিচালকরা তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। শহীদ নিজেও বাড়িয়ে দিয়েছেন পারিশ্রমিক।
এদিকে আরও একটি দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকে কাজ করতে চলেছেন শহীদ কাপুর। তেলেগু সিনেমা ‘জার্সি’তে অভিনয় করবেন তিনি। শহীদ কাপুর নিজেই গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
একটি ভারতীয় দৈনিক পত্রিকায় শহীদ বলেন, ‘কবির সিং’য়ের পর একটু বেশি সময় লেগে গেলো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে। যখন আমি ‘জার্সি’ সিনেমাটি দেখি তখন মনে হলো এটি হতে পারে আমার পরবর্তী সিনেমা। এটি অসাধারণ একটি সিনেমা।
তেলুগু ছবি ‘জার্সি’তে দেখানো হয়েছিলো এক ক্রিকেটারের গল্প। অর্জুন নামের ওই ক্রিকেটারের জীবনে নেমে এসেছিল চরম ব্যর্থতা। তবে চল্লিশ পেরোনোর পর ছেলের ইচ্ছাতেই ফের ২২ গজে ফিরতে চেয়েছিলেন অর্জুন। স্বভাবতই চলার পথে এসেছিল অনেক বাধা–বিপত্তি। কিন্তু ছেলের ইচ্ছাকে মর্যাদা দিতে সব বাঁধা পার করে মাঠে ফেরেন অর্জুন। ছেলেকে উপহার দেন দেশের হয়ে খেলা জার্সি।
অর্জুনের জীবনের গল্পই এবার পর্দায় ফুটিয়ে তুলবেন শহীদ। এর আগে ‘দিল বোলে হরিপ্পা’ ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছিলেন শহীদ কাপুর। ফের একবার খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
২০২০ সালে ২৮ অগস্ট রিলিজ হতে পারে তেলুগু ছবি ‘জার্সি’র রিমেক। পর্দায় ফের একদম নিউ লুক এবং নয়া অবতারে শহীদকে দেখার জন্য উৎসাহী রয়েছেন তার ভক্তরা। পাশাপাশি সমান তালে পাল্লা দিয়ে চলছে সমালোচনাও।
পরপর কেন দুটো তেলুগু ছবির রিমেকে শাহীদ অভিনয় করছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি বলিউড কবে মৌলিক ভালো গল্প নিয়ে ছবি বানাবে তা নিয়েও জিজ্ঞাসা তৈরি হয়েছে দর্শক মহলে।