Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁস হয়ে গেলো টার্মিনেটর


৩ নভেম্বর ২০১৯ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদ্য মুক্তি পাওয়া ছবি পাইরেসি করার ব্যাপারে কুখ্যাতি আছে ‘তামিল রকার্স’ ওয়েবসাইটের। আকছার বলিউডের ছবি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দেয় তারা। তেলেগু ছবিও সেই তালিকার বাইরে নয়। এমনকি কলকাতার বাংলা ছবিও কখনো কখনো এই খপ্পরে পড়ে।

‘তামিল রকার্স’-এর এবারের শিকার সুপার-হাইপড হলিউড ছবি ‘টার্মিনেটর: ডার্ক ফেট’। টার্মিনেটর সিরিজের নতুন ছবি বলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুমুল। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় নভেম্বরের ১ তারিখ। একই তারিখে মুক্তি পায় ভারতেও।

অ্যাকশন ছবির ভারতীয় ভক্তরা অনেক আগে থেকেই প্রি-বুকিং করে রেখেছিলেন। আশা করা হচ্ছিল, ভারতে ভালই ব্যবসা করবে অরনল্ড সোয়ার্জনেগার অভিনীত ছবিটি। বক্স অফিসে শুরুটাও হয়েছিল বেশ ভালই। কিন্তু মুক্তির দু’দিনের মধ্যেই তা অনলাইনে লিক হয়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে নির্মাতাদের।

বিজ্ঞাপন

নানা পদক্ষেপ নিয়েও পাইরেসির লাগাম টানা যাচ্ছে না ভারতে। কদিন আগে মুক্তির দু’দিন পরই অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৪’ এবং রাজকুমার রাও এবং মৌনী রায় অভিনীত ‘মেড ইন চায়না’ অনলাইনে ফাঁস হয়ে যায়। অভিযোগের তীর ছিল ‘তামিল রকার্স’-এর দিকেই।

টার্মিনেটর টার্মিনেটর: ডার্ক ফেট ফাঁস বলিউড শোয়ার্জনেগর হলিউড

বিজ্ঞাপন

টিকটকের মেডিটেশন ফিচার
২১ জুলাই ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর