Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনের গল্প বলবেন ফেরদৌসি মজুমদার


৪ নভেম্বর ২০১৯ ১২:৩৪

আমাদের মঞ্চ এবং নাট্যজগত যে কজন অসামান্য প্রতিভাধর অভিনেত্রী পেয়েছে তার মধ্যে ফেরদৌসি মজুমদার অন্যতম। দীর্ঘদিন একচেটিয়া অভিনয় করেছেন মঞ্চ এবং টেলিভিশনে। বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে ইদানিং তাকে খুব একটা অভিনয়ে দেখা যায় না।

কিন্তু মঞ্চের মানুষ কি মঞ্চ ছেড়ে একটানা বেশিদিন থাকতে পারেন? ফেরদৌসি মজুমদার আবারও উঠছেন মঞ্চে। তবে এবার অভিনয়ের জন্য জন্য না। নিজের অভিনয়, জীবন আর শিল্পযাত্রা নিয়ে কথা বলবেন বরেণ্য এই অভিনেত্রী। অনুষ্ঠানের নাম ‘এক বক্তার বৈঠক’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির আয়োজন করেছে আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল। ১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাতটায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রবেশ মূল্য ৫০ টাকা।

এক বক্তার বৈঠক ফেরদৌসি মজুমদার মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর