চলচ্চিত্র উৎসবের চতুর্থদিনের আয়োজন
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
টিএসসিতে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার উৎসবের চতুর্থদিনের প্রথম শোতে দেখানো হবে জহির রায়হানের ‘কাঁচের দেয়াল’। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন সুমিতা দেবী, আনোয়ার হোসেন, খান আতা ও রোজি আফসারী।
দুপুরের দ্বিতীয় শোতে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রীনা ব্রাউন’। শামীম আখতারের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন বরুণ চন্দ, মাহফুজ রিজভী ও প্রমা পাবনী।
সালাউদ্দীন জাকী’র ক্লাসিক সিনেমা ‘ঘুড্ডি’ দেখানো হবে তৃতীয় শোতে। ১৯৮০ সালে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ। সবশেষে থাকবে ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিটি। প্রতিটি ছবি দেখতে দর্শককে গুনতে হবে ৩০টাকা।
সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় ও কালজয়ী সিনেমাগুলো দেখানো হচ্ছে এবারের উৎসবে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিএসসি মিলনায়তনে সকাল ১০টা বেলা ১২টা ৪৫ মিনিট, বেলা ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ছবিগুলো।
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ১৭তম আসর এটি। এবারে আসরের প্রধান সহযোগী সারাবাংলা ডট নেট।
দেখে আসতে পারেন ‘নবাব’, ‘গহীন বালুচর’
চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে উপচে পড়া ভিড়
সারাবাংলা/টিএস/পিএ