পশুপ্রেমী শ্রীলেখা মিত্রকে অপমান
৮ নভেম্বর ২০১৯ ১৬:০২
বাংলার পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আজকাল নিয়মিত অভিনয় করেন না। তাই তার কাজের খবর গণমাধ্যমে খুব একটা চোখে পড়ে না। তবে মাঝেমধ্যে তিনি তার যৌন জীবন নিয়ে করা বিভিন্ন মন্তব্যের কারণে খবরের উপাদান হন প্রায়ই।
তবে এবার তিনি পথকুকুর আশ্রয় দিতে গিয়ে কটূক্তি ও অপমানিত হয়েছেন। যা ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকমাস আগে মেয়েকে নিয়ে পশ্চিমবঙ্গের বেহালায় একটি অ্যাপার্টমেন্টে ওঠেন শ্রীলেখা মিত্র। বেশ ভালো দিন কাটছিল তাদের। কিন্তু একদিন তার মেয়ে দুটি কুকুরছানা আবাসনে নিয়ে আসেন। সেজন্য তাকে আবাসনের অন্যান্য লোকজন তাকে কুকুরছানা দুটি সরিয়ে নিতে বলছেন। তাদের কথামতো সরিয়ে না নেওয়ায় শ্রীলেখাকে নানারকম অপমানজনক কথা বলছেন।
শ্রীলেখা বলেন, আমাকে কুকুর ছানা দুটিকে সরিয়ে নিতে চাপ দেওয়া হচ্ছে। আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন। আমি বলে দিয়েছি, কুকুর ছানা দুটি বড় না হওয়া পর্যন্ত আবাসনেই থাকবে। এরপর আমার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে অভিযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, কুকুরগুলোকে অ্যাডাপশনের চিন্তা করছেন। তাদের দায়িত্ব আমি নেবেন তিনি। কারণ, অনেকে বলছেন তারা কুকুর দেখে ভয় পাচ্ছেন। অথচ কুকুর ছানা দুটি উল্টো মানুষ দেখে ভয় পাচ্ছে।