Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষন্ন চেহারায় পোস্টারে ধরা দিলেন সিয়াম ও পরীমনি


৯ নভেম্বর ২০১৯ ১২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। সাথে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম।

আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। মুক্তি সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। সিয়াম ও পরীমনিকে রাখা হয়েছে পোস্টারে। চশমা পরহিত সিয়াম তাকিয়ে আছেন আনমনে। তার পাশেই আয়নায় নিজের চেহারা দেখছেন পরীমনি। দু’জনের চোখে মুখে বিষন্নতার ছোঁয়া। যেন অযুত বছরের না বলা কথা জমে আছে দু’জনের ভেতর।

পোস্টারে রহস্য জিঁইয়ে রাখা হয়েছে বলে আপাতত কাহিনী সম্পর্কে আঁচ করা কঠিন। তবে এটি যে এক ভিন্নধর্মী গল্পের ছবি, সেটা স্পষ্ট।

বিজ্ঞাপন

গত ৩ এপ্রিল রাজধানীর ঢাকার অভিজাত একটি রেস্তোরাঁয় জমকালোভাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়।

ছবিতে সিয়াম, পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ আরও অনেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। এই ছবির মাধ্যমে আবারও সিনেমা প্রযোজনায় আসছে স্কয়ার গ্রুপ।

পরীমনি বিশ্বসুন্দরী সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর