Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লাল সিং চাড্ডা’য় আমির-কারিনার লুক ভাইরাল


১১ নভেম্বর ২০১৯ ১৪:৩২ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৪:৪৮

আমির খান ও কারিনা কাপুর খান প্রথম অভিনয় করেন ‘থ্রি ইডিয়টস’ ছবিতে। এক দশক আগে মুক্তি পাওয়া ছবিটি বলিউড বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এরপর ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তালাশ: দ্য আন্সার লাইস উইদিন’ ছবিতেও তাদের দেখা গিয়েছিল।

এবার তাদের আবারও নতুন ছবিতে দেখা যাবে। অদ্ভিত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে শুরু হয়েছে ছবির দৃশ্যধারণের কাজ। সেই দৃশ্যধারণের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

একেবারে সাদামাটা পোশাকে সেটে শ্যুটিং করতে দেখা গিয়েছে করিনাকে। গোলাপি কামিজ ও সাদা সালোয়ার। তার সঙ্গে রয়েছে দোপাট্টা। এছাড়া আমির খানের মাথায় পরিহিত শিখ পাগরিও নজর কেড়েছে অনুরাগীদের। চাড্ডারূপে তাকে মানিয়ে গেছে একেবারে।

১৯৮৬ সালে ফরেস্ট গাম্প’ উপন্যাসটি লিখেছেন মার্কিন লেখক উইনস্টোন গ্রুম। পরে ১৯৯৪ সালে সেটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনা ও সেরা অভিনয়সহ আরও তিনটি বিভাগে মোট ছয়টি অস্কার জিতে নিয়েছে।

সেই অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’—এর রিমেক তৈরি করছেন আমির খান। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করতেও দেখা যাবে আমিরকে।

হলিউড ‘ফরেস্ট গাম্প’ ছবিতে কীভাবে জঙ্গলের জীবনের ঘটনার পাশাপাশি বদলে যাচ্ছে মার্কিন দেশের রাজনৈতিক পরিস্থিতি, বদলে যাচ্ছেন প্রেসিডেন্টরা—সেটাই দেখানো হয়েছে। ছবিটির ভারতীয় সংস্করণে এসব কিছু ছাড়াও থাকবে বাবরি মসজিদ ভাঙার বিষয়টি। আগামী ২০২০ সালের ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আমির খান কারিনা লাল সিং চাড্ডা

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর