Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে লতা মঙ্গেশকর, শারীরিক অবস্থা স্থিতিশীল


১১ নভেম্বর ২০১৯ ১৯:৫৫

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

শ্বাসকষ্ট নিয়ে মাঝ রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। তবে তার শারীরিক অবস্থা দ্রুতই ভালোর দিকে যাচ্ছে এবং তিনি এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার মুখপাত্রও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, লতা মুঙ্গেশকর এখন বিপদমুক্ত।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময় তার শারীরিক অবস্থা ছিল ভীষণ নাজুক। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

বিজ্ঞাপন

এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে, লতা মুঙ্গেশকরকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। লতার ভক্ত-সমর্থকসহ গোটা বলিউডেই এ খবরে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। তবে লতার পরিবারের সদস্যরা মুখ খুললে তার বর্তমান অবস্থা খোলাসা হয় সবার সামনে। লতার বোন উষা মঙ্গেশকর বলেন, দিদি এখনো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল। আমরা আশা করছি, কাল হয়তো দিদি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

পরে লতা মঙ্গেশকরের মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ভাইরাসজনিত সংক্রমণের কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন লতাজি। সতর্কতা অবলম্বন করতেই দিদিকে হাসপাতালে নেওয়া হয় যেন তিনি সময়মতো ওষুধ পান এবং সংক্রমণ ছড়িয়ে না পড়ে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।

এরই মধ্যে সোমবার লতা মঙ্গেশকরের আরেক বোন এবং বলিউডের আরেক রত্ন আশা ভোঁসলেও ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে গিয়েছিলেন বোনকে।

বিজ্ঞাপন

এদিকে, লতা মঙ্গেশকরের শারীরিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গেছে। লতার ভক্ত-সমর্থকরা তার দ্রুত আরোগ্য কামনা করে স্ট্যাটাস ও টুইট করেছেন। তারা বলছেন, এ খবরটি তাদের কাছে দুঃস্বপ্নের মতো। তিনি দ্রুত সুস্থ হয়ে যেন প্রমাণ করে দেন, এটি নিছক দুঃস্বপ্নই, বাস্তব নয়।

পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন পেয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে-তেও ভূষিত হয়েছেন ভারতের এই গানের পাখি। হিন্দি থেকে শুরু করে বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষায় তার গান জয় করেছে কোটি মানুষের হৃদয়। গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন তিনি।

লতা মঙ্গেশকর শ্বাসকষ্ট হাসপাতালে লতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর