Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পশ্চিবঙ্গে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’


২০ নভেম্বর ২০১৯ ১৩:০৪

বেশ ঘটা করে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘একটি সিনেমার গল্প’। সাফটা চুক্তির আওতায় ছবিটি সেখানে মুক্তি পাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ও অভিনেতা আলমগীর।

আলমগীর জানান, সাফটা চুক্তির যথাযথ নিয়ম মেনেই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। চলতি নভেম্বর মাসের ২৯ তারিখ মুক্তি পাবে ছবিটি। ছবি মুক্তি সামনে রেখে প্রচারণা চালানো হচ্ছে সেখানে।

বিজ্ঞাপন

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতা থেকে ঋতুপর্ণা মুঠোফোনে বলেন, বাংলাদেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা এবার পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, এটা আমার জন্য অন্যরকম ভালোলাগার বিষয়। এটি অসম্ভব সুন্দর একটি সিনেমা। আমি মনে করি, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি গ্রহণযোগ্যতা পাবে।

তবে ছবিটি কতটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে; সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৮ সালে ১৩ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয় আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিতে অভিনয় করেন- চম্পা, সাবেরী আলম, জান্নাতুল ফেরদৌস পিয়াসহ আরও অনেকে।

প্রসঙ্গত, চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত। সিনেমাটি পাঁচটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে।

অভিনেতা আলমগীর একটি সিনেমার গল্প সাফটা চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর