৪২ হাজার থেকে ২৪
২৩ নভেম্বর ২০১৯ ১৫:৩০
মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হতে যাচ্ছে ম্যাজিক বাউলিয়ান’র তৃতীয় আসর’। ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। চট্টগ্রাম, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহের পর সপ্তম অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হলো ঢাকার কচি-কাঁচার আসর মিলনায়তনে ২২ ও ২৩ নভেম্বর।
টানা দুই দিন অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচার করেছেন অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়ান মুক্তি, স্বপ্না রায়, খগেন্দ্রনাথ সরকার, বিমান চন্দ্র বিশ্বাস এবং হালিমা পারভীন । ২২ নভেম্বর তাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজল রেখা এবং জি.এম. জাকির হোসেন। ২৩ নভেম্বর যুক্ত হয়েছিলেন গায়ত্রী দাস এবং আনিসুর রহমান। তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে বিচার করে বিচারকরা দুইদিনে ম্যাজিক কার্ড প্রদান করেন মোট ছয়জন শিল্পীকে। এভাবে সারাদেশ থেকে বাছাই করা ২৪জন প্রতিযোগী অংশ নেবে মূল রাউন্ডে।
মূল রাউন্ডে বিজয়ী তিন প্রতিযোগী পুরস্কারের পাশাপাশি দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে গান গাওয়ার সুযোগ পাবেন।