Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘বান্টি অর বাবলি’র সিক্যুয়াল


২৪ নভেম্বর ২০১৯ ১৬:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক বচ্চন ও রানী মুখার্জী অভিনীত বান্টি অর বাবলি  সিনেমার কথা হয়তো অনেকেরই মনে আছে। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে রানী মুখার্জী ও অভিষেক বচ্চনের জুটি অনেকেরই মনে গেঁথে আছে। বলিউড বক্স অফিসে ছবিটি ভালো ব্যবসাও করেছিল। মাত্র ১৪ কেটি রুপির ছবিটি আয় করেছিল ৬৩ কোটি ২৫ লাখ রুপি।

এবার ১৪ বছর পর ব্যবসাসফল ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মিত হতে চলেছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, বান্টি অর বাবলি ‘র সিক্যুয়ালে সিদ্ধান্ত চতুর্বেদী ও রাণী মুখার্জীর সাথে অভিনয় করবেন সাইফ আলী খান। প্রথম কিস্তি শাদ আলী খান পরিচালনা করলেও দ্বিতীয় কিস্তিতে তিনি থাকছেন না। তার বদলে ছবিটি পরিচালনা করবেন বরুণ ভি শর্মা।  সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিতে চিত্রনাট্য করেছিলেন শর্মা।

বিজ্ঞাপন

তবে সাইফ আলী খানের নাম চাউর হলেও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি তিনি। ধারণা করা হচ্ছে সাইফ আলী খান অচিরেই বান্টি অর বাবলি ২ ছবির বিষয়ে তার অবস্থান পরিষ্কার করবেন।

বান্টি অর বাবলি রানী মুখার্জী সাইফ আলী খান সিক্যুয়াল

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর