নেপথ্য কর্মীদের সম্মাননায় শেষ হলো আইডিএলসি নাট্য উৎসব
২৪ নভেম্বর ২০১৯ ১৮:০৬
শনিবার (২৩ নভেম্বর) শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল হলে ‘আইডিএলসি নাট্য উৎসব ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠান এর মাধ্যমে শেষ হলো পাঁচ দিনব্যাপী নাট্যউৎসবের । ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ স্লোগানকে সামনে রেখে গত ১৯ নভেম্বর জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্য ব্যাক্তিত্ব ম. হামিদ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান।
এবারের নাট্যউৎসবে মঞ্চের পেছনের কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়, যারা দীর্ঘদিন ধরে বাংলা সংস্কৃতির গৌরবউজ্জ্বল এই অধ্যায় ‘মঞ্চ নাটক’কে সমৃদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের নাট্যপ্রকৃতি ও দেশীয় সংস্কৃতি বিকাশে আলোকসজ্জা, মঞ্চসজ্জা, মেকআপ ও পোশাক পরিকল্পনা –এই চারটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন গুণী কলাকুশলীকে নাট্যজন সম্মাননা ২০১৯ স্মারক প্রদান ও নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়। তারা হলেন যথাক্রমে- আলোকসজ্জায় রায়হান আবেদীন, মঞ্চসজ্জায় আলি আহমেদ, মেকআপ-এ শুভাশীষ দত্ত তন্ময় এবং পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা।
সমাপনী অনুষ্ঠানে পাঁচ দিনব্যাপী মনোমুগ্ধকর সব নাটক পরিবেশন করার জন্য অংশগ্রহণকারী দলগুলোকে এইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর পক্ষ থেকে উৎসব সম্মাননা স্মারক দেওয়া হয়। দর্শকনন্দিত দলগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ’, ‘নাট্যচক্র’, ‘তাড়ুয়া’, ‘নাগরিক নাট্যাঙ্গন’, ‘ঢাকা পদাতিক নাট্য সংসদ’, ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’, ‘সময় নাট্যদল’, ‘ঢাকা থিয়েটার’, ‘আরশি নগর’ ও ‘থিয়েটার’।
আইডিএলসি নাট্য উৎসব ২০১৯ জাতীয় অধ্যাপক ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি ম. হামিদ