Thursday 07 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজক শাহরুখের নায়ক অভিষেক


২৫ নভেম্বর ২০১৯ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিরো’ মুভির হতাশাজনক ফলাফলের পর ছবিতে অভিনয় করায় বিরতি দিয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। ব্যস্ত রয়েছেন উপস্থাপনা আর ছবি প্রযোজনায়। তারই ধারাবাহিকতায় নতুন ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। আর সেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। ছবির নাম ‘বব বিশ্বাস’। বব বিশ্বাস চরিত্রেই অভিনয় করবেন অভিষেক। রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ এই খবর জানিয়ে টুইট করা  হয়েছে।

ছবিটি পরিচালনা করবেন কাহানিখ্যাত পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ।

‘বব বিশ্বাস’ ছবির প্রযোজক শাহরুখের মতোই ছবির নায়ক অভিষেকের সর্বশেষ ছবির ফলাফল হতাশাজনক। অভিষেকের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি অনুরাগ ক্যাশপের ‘মনমার্জিয়া’। ব্যবসা ভালো না করলেও ছবিতে অভিষেকের অভিনয় প্রশংসিত হয়। এখন দেখার বিষয় নতুন ছবিতে শাহরুখ আর অভিষেক তাদের ব্যর্থতাকে ঢাকতে পারেন কিনা!

বিজ্ঞাপন

এর আগে রেড চিলিস এন্টারটেইনমেন্টের ‘বাদলা’ ছবিটি পরিচালনা করেছিলেন সুজয় ঘোষ। ‘বব বিশ্বাস’ ছবির সহ প্রযোজক তিনি। আর তার মেয়ে ছবিটি পরিচালনা করছেন।

 আগামী বছরের প্রথম দিকে ছবির শুটিং শুরু করতে চান পরিচালক।

অভিষেক বচ্চন বব বিশ্বাস বলিউড শাহরুখ খান সুজয় ঘোষ