Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন ডরাই’ নিয়ে ভয় কেটে গেছে, ছাড়পত্র


২৫ নভেম্বর ২০১৯ ১৯:০৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর ছাড়পত্র পেলো সার্ফিংকে উপজীব্য করে নির্মিত দেশের প্রথম ছবি ‘ন ডরাই’। এর আগে গেলো বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে কিছু সংলাপের ভাষা নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন। সেন্সর বোর্ডের পরামর্শ মতো সেসব সংলাপ সংশোধন করার পর ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়। ফলে ছবিটি নির্ধারিত ২৯ নভেম্বরই মুক্তি পাবে।

‘ন ডরাই’ ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখেছেন। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামালসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প লেখা হয়েছে। গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বন করে। জানা গেছে, সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা।

ইতিমধ্যে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। সার্ফিংয়ের মতো বিষয় নিয়ে সিনেমা বলেই মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ছবি ছাড়পত্র ন ডড়াই সেন্সর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর