মুম্বাই থেকে সরে যাচ্ছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’!
২৭ নভেম্বর ২০১৯ ১৬:১৬
ভারতের অন্যতম প্রভাবশালী পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘ফিল্মফেয়ার’ মুম্বাই থেকে সরে যাচ্ছে। ফিল্মফেয়ারের টানা ৬৪টি আসর মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসবে আসামের গৌহাটিতে।
টাইমস নাউ—এর ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন মুম্বাই মিরর দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলেন, মুম্বাই শহরে অনুষ্ঠিত হচ্ছে না এবারের ফিল্মফেয়ার আসর। আসামের সাথে বলিউডের সুন্দর সম্পর্ক রয়েছে। উত্তর–পূর্ব প্রদেশের অনেক তারকা বলিউডে নাম করেছেন। তাছাড়া সেখানকার ভৌগলিক সৌন্দর্যও নজরকাড়া।
তিনি আরও বলেন, আসাম নর্থ–ইস্ট ইন্ডিয়ার দ্বারপ্রান্ত। তাই আসামের মধ্যে দিয়ে সিনেমা বিষয়ক বিনোদন সেখানকার অন্যান্য রাজ্যে পৌছে দেওয়া সহজ হবে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি জানান, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবার আসামে অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য গর্বের। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের সুযোগ রয়েছে আমাদের সামনে।