জন্ম শতবর্ষে মান্না দে স্মরণ
২৭ নভেম্বর ২০১৯ ১৭:৩৪
ভারতীয় উপমহাদেশের কালজয়ী সঙ্গীতশিল্পী মান্না দে। ২০১৯ মহান এই শিল্পীর জন্ম শতবর্ষের বছর। ১৯১৯ সালে ভারতে জন্মগ্রহণ করেন তিনি। কিংবদন্তী এই শিল্পীকে বলিউডের সবচেয়ে বহুমুখী সঙ্গীত প্রতিভা এবং বড় তারকাদের একজন বিবেচনা করা হয় । ৯৪ বছরের জীবনে ৭০ বছরই তিনি গানের পেছনে ব্যয় করেছেন।
মান্না দে’র জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশস্থ ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার। মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট ধর্মী অনুষ্ঠানে থাকবে ভারতের শিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের শিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের পরিবেশনা।
২৯ নভেম্বর (শুক্রবার) এনই (কে), ১৪, গুলশান এভিনিউতে সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে এই অনুষ্ঠান।