Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরুণ এবং তারা দুই


২৮ নভেম্বর ২০১৯ ১১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করন জোহর মানেই নতুন এবং তরুণদের জন্য অবারিত সুযোগ। বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অনেক নায়ক-নায়িকাকেই হাত ধরে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আলিয়া ভাট তো প্রকাশ্যেই করণ জোহরকে ড্যাডি সম্বোধন করেন। আলিয়ার মতো আরও অনেকেই আছেন যারা সরাসরি করণের আশির্বাদপুষ্ট।

সেই করণ জোহর এবার বর্তমান প্রজন্মের তিন জনপ্রিয় তরুণ তারকাকে নিয়ে ছবি প্রযোজনা করছেন।  নাম প্রকাশিত না হওয়া ছবিটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানী এবং ভূমি পাডনেকার। ছবিটি পরিচালনাও করবেন একজন তরুণ পরিচালক। শশাঙ্ক খৈতান। শশাঙ্ক এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদরিনাথ কি দুলহানিয়া’ নামের দুটি হিট ছবি উপহার দিয়েছেন।

বিজ্ঞাপন

নতুন ছবির গল্প নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বরুন-ভূমি-কিয়ারা তিনজনেরই চিত্রনাট্য পছন্দ হয়েছে। কিয়ারা আদবানীর সঙ্গে আগে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করলেও ভূমির সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বরুণ। আর একসঙ্গে এই ত্রয়ীর এটাই প্রথম কাজ হতে যাচ্ছে।

ছবির শুটিং শুরু হওয়া কিংবা মুক্তির সম্ভাব্য তারিখ নিয়ে আপাতত কোনও তথ্য নেই।

করণ জোহর কিয়ারা আদভানি বরুণ ধাওয়ান বলিউড ভূমি পাডনেকার শশাঙ্ক খৈতান