Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চস্থ হলো নিখোঁজ সংবাদ


১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫০

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

প্রায় হারিয়ে যাওয়া ও কম ব্যবহৃত বাংলা শব্দগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে মাসব্যাপী চলছে প্রচারণা। কোকা-কোলা বাংলাদেশে এর পৃষ্ঠপোষক। তারই অংশ হিসেবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়ে গেলো নাটক ‘নিখোঁজ সংবাদ’।

বিভিন্ন নাট্যসংগঠনের কর্মী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় করেছেন এই নাটকে। গাউসুল আলম শাওন ও আদনান আদিব খানের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন রেজা অরিফ ও তানভীর হাসান। আর এই পুরো বিষয় সমন্বয় করেছেন তারিক আনাম খান।

বিশ্বায়নকে আঁকড়ে ধরতে চাওয়া সমাজের এক কিশোরের ভাষা নিয়ে টানা পোড়েনের মধ্যে দিয়ে গড়িয়েছে এই নাটকের গল্প। যে শ্রুতিমধুর ও অর্থপূর্ণ বাংলা শব্দগুলো বাংলাভাষাকে সম্মৃদ্ধ করেছিল, বিলুপ্তপ্রায় সেই শব্দগুলোকে পুনরুজ্জীবিত করার আহ্বান এই নাটকের উদ্দেশ্য।

১৮ ও ১৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে হবে নাটকটির চারটি প্রদর্শনী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও হবে নাটকের মঞ্চায়ন।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

নিখোঁজ সংবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর