মিম এবার জিতের বিপরীতে
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘আমি নেতা হব’ মুক্তি পেয়েছে গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার। এরই মধ্যে আরও একটি আনন্দের খবর এসেছে। কলকাতার জনপ্রিয় অভিনেতার জিৎ-এর বিপরীতে কাজ করতে যাচ্ছে মিম। ছবির নাম ‘সুলতান: দ্য সেভিয়র’। খবরটি নিশ্চিত করেছে মিম নিজেই।
মিম বলেন, ‘গতকালই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ২০ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছি। এপ্রিল পর্যন্ত সময় দেওয়া আছে।’
সুলতান: দ্য সেভিয়র সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ। ছবিটি এ বছর ঈদে মুক্তিপাবে।
এর আগেও মিম কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
সারাবাংলা/পিএ/এমআই