Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভিতে ‘হেমন্তে হিম হয়ে আসে’


২ ডিসেম্বর ২০১৯ ১২:৩২

বিজয় দিবস উপলক্ষে আসছে ৭ ডিসেম্বর বিটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘হেমন্তে হিম হয়ে আসে’। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, পরিচালনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, হাফিজুর রহমান সুরুজ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, ফারহানা মিলি, রমিজ রাজু, আইনুন পুতুল, শামস আরেফিন।

‘হেমন্তে হিম হয়ে আসে’ এর গল্পের সময়কাল ১৯৭১ সালের মার্চ। প্রকৌশলী আসিফ সরকারি এক দফতরের শীর্ষকর্তা। শহরের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ড্রইং তার হাতে। স্ত্রী মিনু, একমাত্র ছেলে বাবু, মেয়ে মিরা আর স্ত্রীর বোনের মেয়ে নিলুকে নিয়ে তার সংসার। নিলুর বাবা-মা বেঁচে নেই। আসিফ আর মিনু চান বাবুর সঙ্গে নিলুর বিয়ে হোক। কিন্তু ২৫ মার্চের পর সবকিছু এলোমেলো হয়ে যায়। ঢাকা পরিণত হয় অবরুদ্ধ এক নগরে।

বিজ্ঞাপন

বাবু সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার। আসিফ ছেলেকে নিষেধ করেন না। কিন্তু মিনু তা চান না। একসময় বাবুর  জেদের কাছে হার মানতে হয় তাকে। বাবু যুদ্ধে চলে যায়। পরিবারে নেমে আসে বিরাট শূন্যতা।

নাটক বিজয় দিবস বিটিভি হেমন্তে হিম হয়ে আসে

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর