ক্যাথরিনের সম্পাদনায় তারেক মাসুদকে নিয়ে বই
৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৪
আগামী ৬ ডিসেম্বর প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ৬৩ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার বক্তৃতা ও সাক্ষাৎকার বিষয়ক বই ‘চলচ্চিত্র কথা’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটির সংকলনের দায়িত্বে ছিলেন তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। তার সাথে আরো ছিলেন প্রসূন রহমান ও বেলায়েত হোসেন মামুন।
‘চলচ্চিত্র কথা’ বইটি প্রকাশিত হচ্ছে কথাপ্রকাশ থেকে। বইটির প্রকাশনা অনুষ্ঠান ও স্মারক বক্ততার আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। তারেক মাসুদের জন্মদিনে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি হবে।
তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯ এর বিষয় ’রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেকুলারতন্ত্রের বাইরে: তারেক মাসুদের শিল্প ও সাধনা’। এবারের বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক আ আল মামুন।
বই প্রকাশনা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে সবশেষে তারেক মাসুদ পরিচালিত ‘আদম সুরত’ ছবিটি দেখানো হবে।