Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্পত্যের টানাপোড়ন নিয়ে ‘সেই তুমি, এই তুমি’


৪ ডিসেম্বর ২০১৯ ১৬:১৩

অনেক বছরের দাম্পত্য সম্পর্ক কখনও একরকম যায় না। থাকে নানান টানাপোড়ন। এরকম টানাপোড়নের গল্প নিয়ে দীপু হাজরা নির্মাণ করেছে ‘সেই তুমি, এই তুমি’। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। প্রচারিত হবে আসছে শুক্রবার (৬ ডিসেম্বর) মাছরাঙা টেলিভিশনে।

‘সেই তুমি, এই তুমি’তে অভিনয় করেছেন মামুনুন ইমন, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন ও সূচনা আজাদ।

গল্পে দেখা যায় আনাফ ও নাজিয়ার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। হানিমুন করতে এসেছিল নেপালে। ছয় বছর আগে যে হোটেলে উঠেছিল ঠিক এবারও সেই হোটেলে পুনরায় উঠেছে। তবে এবার এসেছে তারা ডিভোর্স নিতে। দাম্পত্য জীবনে ইতি টানতে। এটাই তাদের জীবনে শেষ ঘোরা এবং শেষ বোঝাপরার পর দেশে গিয়ে দুজনে আলাদা হয়ে যাবে। এই ছ’বছর একজন অন্যজনকে না বোঝা, পছন্দ-অপছন্দের টানাপোড়েন, বিশ্বাস এর খামতি সব কিছু মিলিয়ে দুজনেই এখন অতিষ্ঠ।

ইমন এই তুমি মৌসুমী হামিদ সেই তুমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর