Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে সিয়াম—পরীমনির প্রথম গান


৫ ডিসেম্বর ২০১৯ ১৪:০১

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’তে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমনি। ‘তুই কি আমার হবি রে’ শিরোনামের গানে দর্শকরা তাদের দুজনের মধ্যকার রোমান্স দেখতে পাবেন। গানটি একযোগে প্রকাশিত হবে মাছরাঙা টেলিভিশন ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কণা ও ইমরান। সুমন রহমানের কোরিওগ্রাফিতে গানটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সিয়াম-পরী।

বিজ্ঞাপন

পাঁচ দিনে ধারণ করা গানটির চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে।

গানটি নিয়ে সঙ্গীতশিল্পী কণা বেশ উচ্ছ্বসিত। কণা বলেন, আমরা শিল্পীরা আমাদের গাওয়া সব গান নিয়ে উচ্চাশা পোষণ করিনা। তবে ‘তুই কি আমার হবি রে’ গানটি গাইবার পর থেকে মনে হচ্ছিল শ্রোতারা বেশ পছন্দ করবেন। আমার এ বছর গাওয়া গানগুলোর মধ্যে সবচাইতে পছন্দের গানের মধ্যে এটি অন্যতম।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের প্রযোজনায় ‘বিশ্বসুন্দরী’ নির্মিত হয়েছে। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

চয়নিকা চৌধুরী তুই কি আমার হবি রে পরীমনি বিশ্বসুন্দরী সিনেমা সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর