Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে হবে ‘অপারেশন সুন্দরবন’


৬ ডিসেম্বর ২০১৯ ১৩:২৫

সুন্দরবনে জলদস্যু নির্মূলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর অবদান নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং হবে সুন্দরবনে।

শুক্রবার দুপুরে সারাবাংলাকে দীপন বলেন, ‘আমরা এ মাসেই শুটিং শুরু করবো। সুন্দরবনে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যামেরা ওপেন হবে। তবে এখনও তারিখ ঠিক করতে পারিনি। কারণ সকল অতিথির সাথে সময় মিলিয়ে তারিখ নির্ধারণ করা হবে।’

তিনি জানালেন, প্রথম পর্যায়ে টানা ২০ দিন শুটিং হবে। পুরোটাই সুন্দরবনে। তবে অল্প কিছু শুটিং ঢাকায় হবে।

‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র‍্যাব কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। এজন্য দুজন র‍্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। নুসরাত ফারিয়া অভিনয় করবেন একজন বাঘ গবেষক হিসেবে।

ছবিটিতে আরও আছেন রিয়াজ ও তাসকিন রহমান।

ছবিটি শুরুর আগে এক বছরের অধিক সময় ধরে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস লিমিটেড।

দীপনংকর দীপন পরিচালিত প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এছাড়া একই পরিচালকের ‘ঢাকা ২০৪০’ নির্মাধীন রয়েছে।

অপারেশন সুন্দরবন ঢাকা অ্যাটাক দীপনংকর দীপন নুসরাত ফারিয়া রিয়াজ রোশান র‍্যাব সিনেমা সিয়াম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর