Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যাডভোকেট সুরাজ’-এ হলিউড অভিনেত্রী


৬ ডিসেম্বর ২০১৯ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিউডের ঘোস্ট হাউজ, হার্ড টার্গেট-২, ব্রাইস-৩ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা গ্রে। তিনি এবার তিনি অভিনয় করবেন বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যাডভোকেট সুরাজ’-এ। পরিচালনা করবেন সি বি জামান।

ছবিটির প্রযোজনা সংস্থা এসএইচকে গ্লোবাল থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।  প্রতিষ্ঠানটির সিইও ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘আমাদের ছবিটিতে বলিউড, হলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী কাজ করবেন। বর্তমানে ওয়ার্ক পারমিটের কাজ চলছে। হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দিবো।’

‘অ্যাডভোকেট সুরাজ’ এর নাম ভূমিকায় অভিনয় করবেন শামস হাসান কাদির। তার বিপরীতে থাকবেন বলিউডের পূজা চোপড়া। বলিউডের মাস্টার স্বরূপ এ ছবির কোরিওগ্রাফি করবেন।

বিজ্ঞাপন

ক্যাটরিনা গ্রে একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও কাহিনিকার। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান  গ্রে ফিল্মস থেকে নির্মাণ করেছেন ‘ডেটাইম নাইটমোর’।

অ্যাডভোকেট সুরাজ ক্যাটরিনা গ্রে সি.বি. জামান সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর