হীরালাল সেন পদক পেল ‘হালদা’
১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:১৬
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
‘হীরালাল সেন পদক’ পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৪’ অনুষ্ঠানের সমাপনী দিনে এ পদক দেওয়া হয়।
পদক পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারাবাংলাকে তৌকির আহমেদ বলেন, হীরালাল সেন নামটিই আমার কাছে অন্যরকম গুরুত্ব বহন করে। তার নামে প্রবর্তিত পদক পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত।’
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হালদা’ ছবিটির গল্প লিখেন আজাদ বুলবুল। তৌকীর আহমেদের চিত্রনাট্যে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। এতে প্রধান দুটো চরিত্রে মোশারফ করিম ও তিশা ছাড়াও অভিনয় করছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ১৭তম আসরের সমাপনী দিনে দেয়া হয় হীরালাল সেন পদক। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, এবারের উৎসবের প্রধান সহযোগী সারাবাংলা ডট নেট-এর নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান সহ আরও অনেকে।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস
অারও পড়ুন:
* শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব