Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট: 

চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান ও আলোচনার মধ্যে দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। শনিবার উৎসবের শেষ প্রদর্শনীতে দেখানো হয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ শিরোনামের ছবি। সিনেমাটি এবারের উৎসবে সম্মানজনক ‘হীরালাল সেন পদক’ জিতেছে।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সারাবাংলাডটনেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, চলচ্চিত্র নির্মাতা ফকরুল আরেফীন, চিত্রসমালোচক রাশেদুল হাফিজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক জুনায়েদ হালিম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘বাংলা ভাষাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে পারে চলাচ্চিত্র। এটি একটি সুস্থ বিনোদন মাধ্যম। আশার কথা যে, আমাদের চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। এই সাফল্যকে আমাদের ধরে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ, তারা সেই চেষ্টাই করছে।’

অতিথির বক্তৃতায় এবারের উৎসবের প্রধান সহযোগী সারাবাংলা ডট নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান বলেন, ‘এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সারাবাংলা টিম আনন্দিত। বাংলা ভাষার ছবি নিয়ে এতো বড় আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের সিনেমা একদিন সারাবিশ্বে ছড়িয়ে পড়বে, সেই স্বপ্ন আমরা দেখি।’

১৯৫২ এর ভাষা আন্দোলনকে স্মরণ করে ১৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয় আমার ভাষার চলচ্চিত্র উৎসব। আয়োজনটির পেছনে পুরো শ্রমটাই দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ২০০২ সালে প্রথম আয়োজনেই সাধারণ ছাত্রদের কাছ থেকে ব্যপক সাড়া পায় সংগঠনটি। এরপর আর একবারের জন্য তাদেরকে থামতে হয়নি।

শুরু থেকে উৎসবটির নাম ছিলো ‘চলচ্চিত্রে বাংলার মুখ’। ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে শুরুর উৎসবে ‘ভাষা আন্দোলনের ৫০ বছর’ শিরোনামটিও যুক্ত ছিলো। পরবর্তীতে ২০০৭ সাল থেকে উৎসবটির নাম পাল্টে রাখা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’।

প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী ও সমকালীন কুড়িটি ছবি দেখানো হয়েছে।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস

আরও পড়ুন:

হীরালাল সেন পদক পেল ‘হালদা’


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর