বাড়ি ফিরলেন লতা
৯ ডিসেম্বর ২০১৯ ১৩:২৯
৯০ পূর্ণ করে ৯১-এর পথে হাঁটছেন কিংবদন্তি কন্ঠশিল্পী লতা মুঙ্গেশকর। বয়সের কারণে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন কোকিল কন্ঠী এই গায়িকা। কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তবে আশার খবর হচ্ছে সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরেছেন অল টাইম লিজেন্ড এই শিল্পী।
রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছাড়া পান তিনি। এ দফায় ২৮দিন হাসপাতালে ছিলেন লতা।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজের টুইটারে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। লেখেন, ‘নমস্কার, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল।’ আরও একটি টুইটে তাকে সুস্থ করে তোলার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক দলকে ধন্যবাদ জানান লতা।
পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন পেয়েছেন গায়িকা লতা মুঙ্গেশকর। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে-তেও ভূষিত হয়েছেন ভারতের এই গানের পাখি। তবে সবচেয়ে বেশি যা পেয়েছেন আর পাচ্ছন তা হচ্ছে মানুষের ভালোবাসা।
হিন্দি থেকে শুরু করে বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষায় গাওয়া তার গান জয় করেছে কোটি মানুষের হৃদয়। গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি এই কন্ঠশিল্পী।