‘পানিপথ’-এ নতুন ঝামেলা
৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৬
‘পানিপথ’ নিয়ে একের পর সমস্যায় পড়ছেন অর্জুন কাপুর। প্রথম সপ্তাহে বক্স অফিসে ১৮ কোটি রুপির ধাক্কা সামলাতে না সামলাতে এলো নতুন সমস্যা। ছবিটি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিজেপি সরকারের মন্ত্রী বিশ্বেন্দ্র সিং ও রাজস্থানের সাবেক মূখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি নিষিদ্ধের দাবিতে টুইট করেন বিশ্বেন্দ্র সিং। তিনি লিখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিংবদন্তি জাট শাসক মহারাজা সুরজমালকে এক অনাহুত আলোয় চিত্রিত করা হয়েছে এবং ঐতিহাসিক ঘটনাগুলি পানিপথ ছবিটিতে বিকৃত করা হয়েছে। হরিয়ানা, রাজস্থান ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে জাট সম্প্রদায়ের প্রতিবাদের আলোকে আমিও বিশ্বাস করি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ছবিটি নিষিদ্ধ করা উচিত।’
অন্যদিকে বসুন্ধরা রাজে তার টুইটে লেখেন, ‘একজন অনুগত, নিষ্ঠাবান ও দয়ালু সম্রাট মহারাজা সুরজমালকে ছবিতে যেভাবে ভুল আলোয় চিত্রায়ন করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়।’
শনিবার জাট সম্প্রদায়ের কিছু লোক ‘পানিপথ’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং একই সময়ে তারা পরিচালক আশুতোষের কুশপুত্তলিকাও দাহ করেছে।
কয়েকজন ঐতিহাসিকও ছবিটি নিয়ে তাদের আপত্তি জানিয়েছেন। মহেন্দ্র সিং নামে একজন ঐতিহাসিক বলেন, ‘পানিপথ যুদ্ধের আগে আগ্রার লাল দুর্গটি সুরজমলের রাজ্যের অধীনে ছিলো। তাছাড়া সুরজমাল ব্রজ ভাষাতেই কথা বলেছেন কিন্তু ছবিতে তাকে ভিন্ন ভাষায় কথা বলতে দেখা গেছে।’
‘পানিপথ’ ছবিটি নির্মিত হয়েছে ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। এটি মুক্তি পেয়েছে ৬ ডিসেম্বর।
আশুতোষ গোয়াড়িকর নিষিদ্ধ পানিপথ পানিপথ বলিউড বসুন্ধরা রাজে রনবীর কাপুর