Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘রিভোল্ট’ এর প্রিমিয়ার


১০ ডিসেম্বর ২০১৯ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’- এর  প্রিমিয়ার হলো ‘১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব’-এ। বাংলাদেশ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবের মূল পর্বে ছবিটি প্রদর্শিত হয়।

ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক মসিহউদ্দিন শাকের।

নারী ও তার যাপিত জীবনের কণ্টকাকীর্ণ পথের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রিভোল্ট’ চলচ্চিত্রটি।

পুরুষতান্ত্রিক সমাজে নারীর জীবনকে সীমাবদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলে এসেছে হাজার বছর ধরেই। এই যে বারবার আরোপ করা হচ্ছে বিধিনিষেধ সেটা করছে পুরুষতান্ত্রিক মানসিকতা লালন করা যুবক, কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মী, শ্রমজীবী বাসচালক, ধর্মের নামে পবিত্রতার বানী বিতরণ করা ধার্মিক, পুলিশ, চলচ্চিত্র নির্মাতা, মুখোশধারী রাজনীতিবিদ। তারা ধাপে ধাপে অবরোধ তৈরি করছে নারীর অগ্রগতিতে, চেপে ধরছে নারীর কণ্ঠস্বর।

বিজ্ঞাপন

এমন একটা বাস্তবতায় যখন নারীর চলার পথ রুদ্ধ হয়ে যায়, যখন নারী বৃত্তবন্দি হয়ে পরে, তখন বৃত্তটাকে ভেঙ্গে ঘুরে দাঁড়ানোর কোনও বিকল্প থাকে না। নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’।

ক্রিয়েটিভ প্রমোশনসের ব্যানারে নির্মিত ‘রিভোল্ট (দ্রোহ)’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য করেছেন শাহাদাত রাসএল।

অপরাজিতা সংগীতা দ্রোহ রিভোল্ট শাহাদাত রাসএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর