Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন ডরাই’ নিয়ে হাইকোর্টের রুল


১০ ডিসেম্বর ২০১৯ ১৬:১৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৬:২০

‘ন ডরাই’ ছবির সেন্সর বাতিল, প্রদর্শন বন্ধ, বাজার থেকে এর কমিক বই এবং ভিডিও প্রত্যাহারে নির্দেশ কেনো দেওয়া হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। উল্লেখ্য ‘ন ডরাই’ দেশের সার্ফিং বিষয়ক প্রথম চলচ্চিত্র।

হাইকোর্টের আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, আইন সচিব, ছবির প্রযোজক ও গল্পকার, পরিচালকসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সার্ফিং নিয়ে নির্মিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল, প্রদর্শন বন্ধ, বাজার থেকে কমিক বই এবং ভিডিও প্রত্যাহার চেয়ে গত ৪ ডিসেম্বর ছবি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন হুজ্জাতুল ইসলাম খান নামের একজন আইনজীবী। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি নোটিশের কোনও জবাব না পাওয়ায় গত ৮ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হুজ্জাতুল ইসলাম খান।

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ছবিটি ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা সুনেরাহ বিনতে কামাল ও সাঈদ বাবু।

টপ নিউজ তানিম রহমান অংশু ন ডরাই রুল সার্ফিং হাইকোর্ট

বিজ্ঞাপন

আড়ং'এ কাজের সুযোগ
২২ মে ২০২৫ ১৯:১২

আরো

সম্পর্কিত খবর