দেশের জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্ম নিয়ে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। গুণী এই লেখকের গল্প, উপন্যাস থেকে চ্যানেল আই টিভি নাটক, টেলিছবি অডিও ভিজুয়্যাল মাধ্যমে নির্মাণ করে তা প্রচার করবে। চ্যানেল আই-এর পাশাপাশি যা চ্যানেল আই-এর ইউটিউব, রেডিও ভূমিতেও স্থান পাবে। এর ফলে বিশ্বের পাঠক, দর্শক, শ্রোতাদের কাছে সহজেই পৌঁছে যাবে এই লেখকের সাহিত্যকর্মগুলো।
এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ১১ ডিসেম্বর সৌজন্যমূলক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যানেল আই-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং স্বপক্ষে স্বাক্ষর করেন লেখক ইমদাদুল হক মিলন।