Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীর নির্মাতাদের ৩ ছবির প্রিমিয়ার


১২ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের তরুণ নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম করার প্রচেষ্টায় মেরিল-প্রথম আলো তৈরী করেছে ‘ফেইম ফ্যাক্টরী’। সেখান থেকে তারা আয়োজন করেন ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগীতা। প্রতিযোগিতায় সেরা তিনে আসেন তাসমিয়াহ্ আফরিন মৌ, লস্কর নিয়াজ মাহমুদ ও তানভীর আহম্মদ।

এ তিন নির্মাতা রেদওয়ান রনি, মেজবাউর রহমান সুমন ও আশফাক নিপুণের তত্ত্বাবধানে নির্মাণ করেন ‘পারফর্মার’, ‘যদি জানতে’ ও ‘এসো সুসংবাদ এসো’। ছবিগুলো এবার প্রিমিয়ার হবে আগামী ১৪-১৬ ডিসেম্বর টেলিভিশন চ্যানেল আরটিভি এবং অনলাইন স্ট্রিমিং সাইট বঙ্গ, আইফ্লিক্স ও বায়োস্কোপে।

‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১০০জন মধ্য থেকে ১০জন তরুণ নির্মাতাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তারা একটি কর্মশালায় অংশ নেন। যেটি তিনটি ভাগে বিভক্ত ছিলো— স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম প্রোডাকশন ও স্টোরিটেলিং।

বিজ্ঞাপন

স্ক্রিপ্ট রাইটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে সেশন নয়িছেলিনে  গিয়াস উদ্দিন সেলিম এবং রুবাইয়াত হোসেন। ফিল্ম প্রোডাকশনের নানা আঙ্গিক নিয়ে সেশন নয়িছেলিনে অমিতাভ রেজা চৌধুরী এবং আবু শাহেদ ইমন। ফিল্মের স্টোরিটেলিং-এর উপর মোস্তফা সরয়ার ফারুকী এবং মেজবাউর রহমান সুমন কথা বলেছিলেন।

নির্বাচিত দশজন প্রতিযোগী মেরিল-প্রথম আলোর আর্থিক ও কারিগরি  সহায়তায় ছবি নির্মাণ করেন । সেখান থেকে সেরা তিনজন নির্বাচিত করা হয়। প্রথম বিজয়ী হিসেবে তাসমিয়াহ্ আফরিন কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শ দ্যু ফিল্ম’-এ অংশগ্রহণের সুযোগ পান ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর