রজনীকান্ত: ৭০ নটআউট
১২ ডিসেম্বর ২০১৯ ২০:০৬
দক্ষিন ভারত তথা ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৭০ এ পা দিলেন তামিল ছবির অল টাইম এই গ্রেট। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তার দুই কন্যা সুন্দরীয়া ও ঐশ্বরিয়া। এছাড়া বলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছার স্রোত এখনো বহমান।
তার কন্যা ঐশ্বরিয়া বাবাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘চিরদিন অনুসরণ করতে চাই, কেবল সেই হাসি দেখতে। শুভ জন্মদিন আপ্পা’।
কাজল আগরওয়াল লিখেন, ‘শুভ জন্মদিন সহস্রাব্দের তারকা’।
তাকে শুভেচ্ছা জানিয়ে আরও টুইট করেন নিভেথা টমাস, বিগনেশ শিবান, পণ্ডিরাজ, মঞ্জিমা মোহন, বিক্রম প্রভু। তারা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করেন।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুর এক মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন রজনীকান্ত। প্রথম জীবনে তিনি জীবিকা নির্বাহের জন্য বাসের কন্ডাক্টর হিসেবে কাজ নিয়েছিলেন। ১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন অভিনয়ে ডিপ্লোমা করার জন্য।
তার অভিনয় জীবন শুরু হয় তামিল ছবি ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে ১৯৭৫ সালে। কে বলচন্দ্র পরিচালিত ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। ভারতের বিভিন্ন অঞ্চলের ছবিতে অভিনয়ের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত।