Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারাবাহিক বানাবেন মাননু


১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:০২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৭:১৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১৮ সালে ‘সেরা ছবি’র পুরস্কার পেয়েছে ‘পুত্র’। সে ছবির পরিচালক সাইফুল ইসলাম মাননু জানালেন তার নতুন কাজের খবর।

‘বাসর রাত’ নামে একটি ধারাবাহিক বানাবেন মাননু। আগামী ফেব্রুয়ারিতে এর শুটিং করবেন। মাননুর পাশাপাশি তার স্ত্রী সাদিয়া শবনম শান্তু ‘শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা’য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তারা দুজন বর্তমানে আমেরিকায় আছেন চলচ্চিত্রের উপর পড়তে।

বিজ্ঞাপন

মাননু বলেন, ‘আমার দুজন বন্ধু হায়দার চৌধুরী ও মাসুদ হোসাইন মিলে ধারাবাহিকটির গল্প তৈরি করছি। এখন অবশ্য কয়েকদিন আমেরিকাতে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। তাই ফেব্রুয়ারিতে শুটিং করবো।’

ধারাবাহিকটি কোন টিভি চ্যানেল অথবা ভিডিও প্যাল্টফর্মে পরবর্তীতে মুক্তি দেওয়া হবে।

‘পুত্র’র কাহিনি লিখেছেন হারুন অর রশিদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফেরদৌস। ছবিটি মোট ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।

জয়া আহসান পুত্র ফেরদৌস সাইফুল ইসলাম মাননু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর