Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইকো’র নায়িকা পূজা!


১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৫:০৭

অনন্য মামুনের নতুন ছবি ‘সাইকো’। ছবিটির গল্প একজন এসিড আক্রান্ত নারীর, যে কিনা একজন পাইলট হতে চেয়েছিলো। আর এই চরিত্রে দেখা যেতে পারে পূজা চেরীকে।

জানতে চাইলে পূজা সারাবাংলাকে বলেন, ‘আমাকে যখন গল্পটা বলা হলো তখন আমার কাছে দারুণ লেগেছে। ছবিটির গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে, যার পরতে পরতে রয়েছে উত্তেজনা। তবে গল্প ভালো লাগলেও ছবিটিতে আমি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হইনি।’

এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ না হলেও ছবিটিতে পূজার অভিনয় করার সম্ভবনাই বেশি, যদি না বড় ধরণের কোনও সংকট তৈরি না হয়।

এ বিষয়য়ে অনেকটা পূজার সুরেই কথা বললেন ছবির পরিচালক অনন্য মামুন। তিনি জানান, সাইকো নামে ছবি করছেন এমন তথ্য সত্য। তবে ছবিটিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। কারণ কোনও অভিনেতা কিংবা অভিনেত্রীর সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি।

নতুন একটি প্রযোজনা সংস্থার ব্যানারে আগামী বছরের শুরুর দিকে ‘সাইকো’ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। পূজা বর্তমানে ব্যস্ত আছেন নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’ ছবির কাজ নিয়ে। ছবিটিতে তার বিপরীতে আছেন রোশান ও সজল।

অনন্য মামুন এসিড আক্রান্ত পাইলট পূজা চেরী সাইকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর