Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার-এ তিন চরিত্রে সালমান


১৪ ডিসেম্বর ২০১৯ ১৭:০৩

এ মাসেই বড় পর্দায় আসছে সালমান খানের ‘দাবাং থ্রি’। তবে এই ছবি মুক্তি পাওয়ার আগেই দাবাং ফোর–এর প্লট ইতোমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর সেখানে সালমানকে দেখা যেতে পারে একসঙ্গে তিন তিনটি চরিত্রে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

সাম্প্রতিক এক সাক্ষাতকারে এক ছবিতে তিন চরিত্র করার কথা সালমান নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘সামনে একটা জিনিস করব যা আমার মাথায় রয়েছে তা হল কিকের ডেভিল, দাবাং–এর চুলবুল পাণ্ডে ও ওয়ান্টেডের রাধেকে একই পর্দায় নিয়ে আসব একসঙ্গে। এটা আমার মাথায় রয়েছে।’‌

বিজ্ঞাপন

সালমান আরও বলেন, ‘‌ছবির পরিকল্পনাটা কিছুদিন আগেই এসেছে। মাঝে মাঝে একটা সিনেমা অন্য সিনমার ধারণা তৈরি করে দেয়। দাবাং ৪–এ আমরা দেখাবো রাজ্জোর বাবা কেন মাতাল হয়ে গিয়েছেন এবং কীভাবে চুলবুলের সঙ্গে রাজ্জোর দেখা হল।’‌

তবে এই ছবিটি তিনি নিজে প্রযোজনা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। কারণ সালমান ব্যস্ত আছে দাবাং থ্রি’র মুক্তি নিয়ে। ফোর নিয়ে কথা বলার সময়তো পড়েই আছে।

দাবাং ৩ দাবাং ৪ বলিউড সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর