শর্ট ফিল্ম বানিয়ে পুরস্কৃত সারাবাংলা’র শিমুল
১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৫০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ইউএন-ওমেন আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বিশ্বব্যাপী চলা ‘হি ফর শি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে উদয় বাঙ্গালীর ‘সমানুপাতিক’। দ্বিতীয় হয়েছে সারাবাংলা’র সিনিয়র নিউজরুম এডিটর আহমেদ জামান শিমুল নির্মিত ‘আলো’ এবং সোহেল আরিয়ানের ‘ফুলের নাম মালতি’ তৃতীয় হয়েছে । এছাড়া স্পেশাল রিগনেশন পুরস্কার পেয়েছে অভিক চৌধুরীর ‘অপ্রত্যাশীত’, সলিল চৌধুরীর ‘জোতস্নার চুপকথা’ ও মুকিতুল বারীর ‘কারমা’।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএন-ওমেনের কমিনিউকেশন স্পেশালিষ্ট জুলিয়া ফেলোসি ও নির্মাতা শামীম আকতার। ‘সহিংসতা প্রতিরোধে পুরুষ আছে নারীর সাথে’ এ থিমে সারা দেশের ১৮-৩৫ বছর বয়সী পুরুষ প্রতিযোগীদের কাছ থেকে গল্প আহ্বান করা হয় গত জুলাই মাসে। সেখান থেকে নির্বাচিত ১০ জনকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা। কর্মশালা শেষে প্রতিযোগিরা তাদের চলচ্চিত্র জমা দেন।