Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা শ্রীরাম লাগু


১৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রখ্যাত ভারতীয় অভিনেতা শ্রীরাম লাগু মারা গেছেন। মঙ্গলবার ৯২ বছর বয়সে পুনেতে মৃত্যুবরন করেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার।

শ্রীরাম লাগু মারাঠি ‘নটসম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। নাটকের পাশাপাশি অসংখ্য মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত হিন্দি ছবির সংখ্যা শতাধিক। অভিনয় করেছেন গুজরাটি ছবিতেও। ‘গান্ধী’ ছবিতে গোপাল কৃষ্ণ গান্ধীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন লাগু।

ড. শ্রীরাম লাগুর মৃত্যুতে স্বভাবতই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ঋষি কাপুর থেকে শুরু পরিচালক মাধুর ভান্ডারকর- সবাই লাগুকে স্মরণ করে স্মৃতি রোমন্থন করেছেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেও। টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রিয় সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

১৯২৭ সালের ১৬নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্মগ্রহণ করেন শ্রীরাম লাগু।

উদ্ভব ঠাকরে ঋষি কাপুর বলিউড মাধুর ভান্ডারকর মুত্যু শোক শ্রীরাম লাগু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর