Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসের ছবি ‘পরান’


১৮ ডিসেম্বর ২০১৯ ১৯:২৪

রায়হান রাফি পরিচালিত তৃতীয় ছবি ‘পরান’ আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

রাফি বলেন, ‘আমাদের ছবির শুটিং শেষ। বর্তমানে পোস্টের কাজ চলছে। আশা করছি সব ঠিকঠাক থাকলে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।’

‘পরান’র শুটিং হয়েছে ময়মনসিংহে। চিত্রনাট্য করেছেন শাহ্‌জাহান সৌরভ। প্রযোজনা করেছে তামজিদ অতুল ও ইয়াসির আরাফাত।

রায়হান রাফি বর্তমানে শুটিং করছেন ‘ইত্তেফাক’র। এর প্রধান চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও মিম। এরপর বানাবেন ‘স্বপ্নবাজী’। এতে অভিনয় করবেন মাহিয়া মাহি, সিয়াম আহমেদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া।

ইয়াশ রোহান পরান বিদ্যা সিনহা মিম রায়হান রাফি শরিফুল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর