হ্যাশট্যাগ নন্দিনীতে জহিরন বেওয়া ও আসাদুজ্জামান নূর
১৯ ডিসেম্বর ২০১৯ ১২:৪৭
যারা এই পৃথিবীকে প্রতিনিয়ত সুন্দর করে তুলছেন গল্পের বইয়ে তারা নেই, নেই উইকিপিডিয়াতেও। তাদের ভিডিও ভাইরাল হয়না, নেই তাদের লক্ষ লক্ষ লাইক। তারা বাঁচেন প্রেরণা দিতে, আলো জ্বালাতে। প্রচারহীন সেই সব মানুষদের গল্প নিয়ে নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘#নন্দিনী’।
অনুষ্ঠানটি এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন লালমনিরহাটের ৯৫ বছর বয়সী জহিরন বেওয়া। যিনি বার্ধক্য এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে বয়সে সাধারণত অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, সেই বয়সে তিনি সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে নিজ এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। প্রায় ৪৫ বছর ধরে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন এলাকার প্রিয় নানী। অনুষ্ঠানে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাকের ভাইখ্যাত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর।
ড. রুবানা হকের পরিকল্পনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও রচনা করেছেন তানভীর জনি। নাবিলা মারজুকের প্রযোজনায় হ্যাশট্যাগ নন্দিনী উপস্থাপনা করেছেন আজরা মাহমুদ। ২১ ডিসেম্বর শনিবার রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচার হবে ‘#নন্দিনী’।