Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে আসবে ‘পাপ-পুণ্য’


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র শেষ ছবি ‘পাপ-পুণ্য’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। ছবিটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন পরিচালক সেলিম।

সেলিম সারাবাংলাকে বলেন, ‘আমাদের শুটিং সংক্রান্ত সব কাজ শেষ। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। আমরা চাইছি আসছে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দিতে।’

২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় ‘পাপ-পুণ্য’ ছবির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এদিকে গিয়াস উদ্দিন সেলিম ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জন্য বানাচ্ছেন ‘থ্রি কিসেস’। আধঘন্টা দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্যটির প্রধান চরিত্রে অভিনয় করছেন স্বাগতা, মনির খান শিমুল, আহমেদ হাসান সানি ও মিম রশিদ।

বিজ্ঞাপন

সেলিম ‘থ্রি কিসেস’ নিয়ে সারাবাংলাকে বলেন, ‘বলতে পারেন গল্পটা তরুণ-তরুণীদের গল্প। তাদের জীবনের বিভিন্ন বিষয় উঠে আসবে এতে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে। বর্তমানে আমরা শুটিংয়ের জন্য লোকেশন খুঁজছি।’

আফসানা মিমি গিয়াস উদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী পাপ-পুণ্য মনির খান শিমুল সিয়াম আহমেদ স্বাগতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর