Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঙ্গালী সাজে অনন্যা বিপাশা


২০ ডিসেম্বর ২০১৯ ১২:৩৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, কানে ঝুমকো, এক্কেবারে বাঙ্গালী ট্রাডিশনাল পোশাকে ধরা দিলেন বিপাশা বসু। বাঙ্গালী সাজে নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ছবিতে বিপাশার সঙ্গে দেখা গেছে তার মা মমতা বসুকেও। তাকেও মেয়ের সঙ্গে মিলিয়ে একই পোশাকে সেজে উঠতে দেখা গেছে। বাড়িতে পূজা উপলক্ষেই যে নিজেকে এবং মাকে এভাবে চিরাচরিত বাঙ্গালী সাজে সাজিয়ে তুলেছিলেন, সেকথা বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যাচ্ছে।

তবে অবশ্য এই প্রথম নয়। এর আগেও বাড়ির কোনও অনুষ্ঠান কিংবা বাঙ্গালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময়ও বিপাশাকে বাঙ্গালী সাজে সেজে উঠতে দেখা যায়। এবছর দশমীর দিনও বিপাশাকে ঠিক একই ভাবে সেজে উঠতে দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বহুদিন হল হিন্দি সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন বিপাশা বসু। ফের একবার তার পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

বলিউড বাঙ্গালী সাজ বিপাশা বসু

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর