টিএসসিতে সঞ্জীব উৎসব
২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:১২
বাংলা গানের ভিন্নধারার শিল্পী সঞ্জীব চৌধুরী। তিনি চলে গেলেও রয়ে গেছে তার গান আর তার গানের প্রভাব। ২৫ ডিসেম্বর প্রয়াত এই শিল্পীর জন্মদিন। সঞ্জীব চৌধুরীর জন্মদিনে বরাবরের মতো আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
৮ম বারের মতো আয়োজিত সঞ্জীব উৎসবে গান পরিবেশন করবেন এলিটা, জয় শাহরিয়ার, গান কবি, শগরতলি, অর্জন এবং ইন্দ্রজিত।
টিএসসি’র সিইমিংপুল প্রাঙ্গনে আয়োজিত সঞ্জীব উৎসব শুরু হবে বিকেল চারটা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত|
সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ১৯ সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
১৯৭৮ সালে ঢাকার নবকুমার ইন্সটিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পেশায় সাংবাদিক সঞ্জীব চৌধুরীর গাওয়া অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। তারমধ্যে আমি তোমাকেই বলে দেব, এক পলকে চলে গেলো, গাড়ি চলে না, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, হাতের উপর হাতের পরশ উল্লেখযাগ্য।