Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন সাবা তানি


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১০ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৭:২৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবা তানি আর নেই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স ছিল ৪৯ বছর।

কণ্ঠশিল্পী তপন চৌধুরী জানান, ‘সকাল নয়টা থেকে দশটার দিকে ঘটনাটি ঘটে থাকতে পারে। আমি শুনেছি সাবাতানির নিম্ন রক্তচাপজনিত সমস্যা ছিল। সকাল থেকে দীর্ঘসময় দরজা না খুললে একসময় দরজা ভেঙে বের করা হয় সাবাতানির মৃতদেহ।’

অাশি ও নব্বই দশকের পপ-রক ঘরানার জনপ্রিয় এ শিল্পী বেড়ে ওঠেন ঢাকার ইস্কাটনে। নাটকের গানে প্রথম জনপ্রিয় হয়ে ওঠেন তানি। এর পর টেলিভিশন ও স্টেজ শো-তে আরো পরিচিতি পান শ্রোতা মহলে। সারগাম থেকে মানাম আহমেদের সুরে প্রকাশ পায় সাবাতানির একক অ্যালবাম।

সংগীতশিল্পী রিপন খান বলেন, ‘১৯৮৫-৮৮ সালের কথা বলছি। ঐসময় কোনো নারী শিল্পী যে এইভাবে গাইবে, আমরা ভাবতেই পারতাম না। ইংযেজি গানও গাইত তানি। কণ্ঠের মতো পোশাকেও খুব স্টাইলিস ছিলো ও।’

অনেকে বলে থাকেন পিলু মমতাজের পর পপ-রক ঘরানায় বাংলাদেশে সাবা তানি অন্যতম। সাবা তানির গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’ উল্লেখযোগ্য।

সারাবাংলা/পিএ

সাবাতানি