মঞ্চে সাড়া জাগানো নাটক ‘গোলাপজান’
২৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সিপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিট’এর সাড়া জাগানো নাটক ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।
‘গোলাপজান’ আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারন। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সাথে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে পৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনী। বিশ শতকের মধ্য ভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনী ‘গোলাপজান’।
নাটকটিতে একক অভিনয় করবেন দেশের বরেণ্য অভিনেত্রী রোকেয়া রফিক বেবী। তার সঙ্গে সঙ্গীত এবং কোরিওগ্রাফিতে অংশ নেবেন সেলিম মাহবুব, চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাতসহ অনেকে।
এস এম সোলায়মান গোলাপজান থিয়েটার আর্ট ইউনিট বাংলাদেশ শিল্পকলা একাডেমি রোকেয়া রফিক বেবী