Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল আইতে বিটিভির জন্মদিন


২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৭

২৫ ডিসেম্বর বিটিভির ৫৬তম জন্মদিন পালিত হয়েছে চ্যানেল আই চত্বরে। ১৯৬৪ সনের এই দিনে পথচলার যাত্রা শুরু করে বিটিভি। প্রতি বছরই চ্যানেল আই তাদের নিজস্ব উদ্যোগে নিজেদের প্রাঙ্গনে পাল করে বিটিভির জন্মদিন।

কুয়াশাচ্ছন্ন এ আয়োজনকে আরো অর্থবহ করে তুলতে রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ ও সুরের ধারার শিল্পীরা পরিবেশন করেছেন রবীন্দ্রনাথের জনপ্রিয় কিছু গান। বিটিভির শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন কর্মকার্ন্ড নিয়ে স্মৃতিচারণ করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অতিথি আপ্যায়নে ছিলো চা, পিঠা-পুলি, আলুর দম ও লুচি।

বিজ্ঞাপন

২৫ ডিসেম্বর সকাল ৭টার পরে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘শিক্ষা, তথ্য, সংবাদ চর্চার ৫৬ বছর। বিটিভিতে সেই সময়ে যারা কাজ করেছেন, তারাই এখন সংস্কৃতি অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্যচিত্রশিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার, বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ, ইমপ্রস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন-সহ মিডিয়ার বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।

চ্যানেল আই বাংলাদেশ টেলিভিশন বিটিভি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর