প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায় সম্পর্কে ভাই বোন। দুইজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা দুজন একসাথে কাজ করতে যাচ্ছেন।
বোনের প্রযোজনা সংস্থা ডিম্যাক্স এন্টারটেইনমেন্টের সাথে নিজেকে যুক্ত করতে যাচ্ছেন প্রসেনজিৎ। তবে সে যুক্ত হওয়া নিয়ে বিস্তারিত কিছুই বলেননি দুজনের কেউই। তবে জানা গেছে, ডিম্যাক্স এন্টারটেইনমেন্টকে আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন প্রসেনজিৎ ও পল্লবী।
প্রসেনজিৎ এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই দুজন দুজনের সম্পর্কে যথেষ্ঠ ওয়াকিবহাল। আমরা দুজনেই একে অপরের উত্থান-পতন সম্পর্কে সবই জানি, তবে সেটা এতদিন ছিল ব্যক্তিগত স্তরে। আর এবার আমরা সেটাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে তৈরি। আর সেটা হচ্ছে কাজের জায়গায়। সকলেই জানেন আমি নতুন কিছু শিখতে ভালোবাসি, আর এবার আমি আমার বোনের থেকে কিছু শিখতে চলেছি। ঈশ্বরের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে, আশা করি এবারও থাকবে।’